News71.com
 Sports
 24 Jun 16, 01:08 PM
 715           
 0
 24 Jun 16, 01:08 PM

কোপা-আমেরিকার ফাইনালে জিততে না পারলে কেউ দেশে ফিরো না ।। ডিয়েগো ম্যারাডোনা

কোপা-আমেরিকার ফাইনালে জিততে না পারলে কেউ দেশে ফিরো না ।। ডিয়েগো ম্যারাডোনা

স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগেই মেসিদের সতর্ক করে দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা বলছেন, ফাইনালে জিততে না পারলে কেউ দেশে ফিরো না । আর্জেন্টিনা গত বারের মতো এবারও দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে। একই সঙ্গে চ্যাম্পিয়ন চিলিও উঠে এসেছে। ২৭শে জুন মুখোমুখি হবে এই ২ দল। আর্জেন্টিনা ৫ ম্যাচে ১৮ গোল দিয়েছে। চিলি দিয়েছে ১৬টি। সেমিতে মেসিরা যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পান। অন্যদিকে কলম্বিয়াকে ২-০ গোলে হারায় চিলি ।

সি ৫এনকে ম্যারাডোনা জানান, অবশ্যই আমি মনে করি আমরাই জিতব।। কিন্তু যদি জিততে না পারো তবে দেশে পা দিও না। ম্যারাডোনা বিশ্বকাপ জিতলেও কোপা জিততে পারেননি। আর্জেন্টিনা সর্বশেষ এই ট্রফি জেতে ১৯৯৩ সালে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন