স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী-ধাওয়ানের তাণ্ডবে নিজেদের প্রথম ম্যাচ অনায়াসে জিতেছে গত আসরের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস। শনিবার (১০ এপ্রিল) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইকে ৭ উইকেটে হারাল দিল্লি।
চেন্নাইয়ের ১৮৮ রান ৮ বল আগেই পেরিয়ে যায় রিশভ পান্তের দল। দলের জয়ে দুই ওপেনারই সহজ করে দেন খেলা। ৫৪ বলে ৮৫ আসে ধাওয়ানের ব্যাট থেকে। মাত্র ৩৮ বলে ৭২ করেছেন পৃথ্বী।
১৮৯ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা আনেন দুই ওপেনার পৃথ্বী আর ধাওয়ান। সম্প্রতি দুজনেই ছিলে দারুণ ছন্দে। আইপিএলের আগে বিজয় হাজারে ট্রফিতে রানের বন্যা বইয়ে দিয়েছেন পৃথ্বী। ধাওয়ান রান পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই ছন্দ বহাল থাকল আইপিএলেও।