স্পোর্টস ডেস্কঃ বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা পজিটিভ। গুরুতর অসুস্থ না হলেও সতর্কতামূলকভাবে তাকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘তার বাসায় ভালোই চিকিৎসা চলছিল। তবে দুদিন ধরে কাশি একটু বেশি হচ্ছিল। সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও জানান, আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে।