News71.com
 Sports
 16 Apr 21, 09:30 PM
 395           
 0
 16 Apr 21, 09:30 PM

অসুস্থতার বিরুদ্ধে লড়াইরত শিশুদের কল্যাণে মেসির বুটজোড়া নিলামে।।

অসুস্থতার বিরুদ্ধে লড়াইরত শিশুদের কল্যাণে মেসির বুটজোড়া নিলামে।।

স্পোর্টস ডেস্কঃ গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের এক ক্লাবের হয়ে, সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙেন লিওনেল মেসি। এবার সেই রেকর্ড ভাঙার বুটজোড়া নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিলাম থেকে পাওয়া অর্থ শিশু স্বাস্থ্য খাতে ব্যবহৃত হবে। শুরুতে বুটজোড়া কাতালুনিয়ার জাতীয় আর্ট মিউজিয়ামে (মুসেউ ন্যাসিওনাল ডি’আর্ট দে কাতালুনিয়া’কে দিয়েছিলেন মেসি। কিন্তু মিউজিয়ামের পক্ষ থেকে পরে সেগুলো বার্সেলোনার ভল হেব্রন ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড হেলথ প্রজেক্টের জন্য নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নিলামের আয়োজন করেছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টি’।

অ্যাডিডাসের নেমেজিজ মেসি ১৯.১ বুটজোড়ায় মেসির স্বাক্ষর আছে। আশা করা হচ্ছে নিলামে বুটজোড়ার দাম ৬০ হাজার থেকে ৮০ হাজার ইউরো পর্যন্ত উঠবে। নিলামে উপস্থিত মেসি বলেন, ‘এক ক্লাবের জার্সিতে ৬৪৪ গোলের রেকর্ড গড়ায় আমি অনেক খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অসুস্থতার বিরুদ্ধে লড়াইরত শিশুদের কিছু দিতে পারা। আমরা আশা করি নিলামের মাধ্যমে এই অসাধারণ উদ্যোগ নিয়ে সচেতনতা সৃষ্টি হবে এবং যারা এতে সহায়তা করছেন তাদের আমি ধন্যবাদ জানাতে চাই কারণ এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন