News71.com
 Sports
 18 Apr 21, 11:37 AM
 332           
 0
 18 Apr 21, 11:37 AM

নিলামে উঠছে ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি।।

নিলামে উঠছে ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি।।

স্পোর্টস ডেস্কঃ প্রয়াত আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। বিশ্বকাপে ম্যারাডোনার প্রথম ম্যাচ খেলার জার্সিটি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছে আয়োজকরা। আয়োজকদের আশা, আকাশ ছুঁতে পারে ম্যারাডোনার জার্সির মূল্য। দেড় থেকে দুই লাখ ডলার জার্সিটির দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামে উঠার আগেই আমেরিকাসহ গোটা বিশ্ব জুড়ে ম্যারডোনার জার্সি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। নিলাম আয়োজনকারী সংস্থা নিউ জার্সির 'গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল'-এর কর্মকর্তা অ্যালেক্স ম্যাকনিকল বলেন, 'এরকম জিনিস খুব একটা আমাদের হাতে আসেনি। ভবিষ্যতে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান কারও অজানা নয়। এই জার্সি থেকে সেই দাপট শুরু হয়েছিল। তাই সবদিক থেকেই এটি ঐতিহ্যপূর্ণ।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন