News71.com
 Sports
 24 Apr 21, 09:37 PM
 311           
 0
 24 Apr 21, 09:37 PM

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান অধিনায়কের ডাবল সেঞ্চুরি।।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান অধিনায়কের ডাবল সেঞ্চুরি।।

স্পোর্টস ডেস্কঃ ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি দিমুথ করুণারত্নের। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই কষ্টটা তিনি মাটিচাপা দিলেন আজ, বাংলাদেশের বিপক্ষে। ৩৮৭ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন করুণারত্নে। কোনো ছক্কা না মারলেও, মেরেছেন ২১টি চার। দুর্দান্ত ব্যাট করছেন তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভাও। তার সংগ্রহ ১৪২ রান।

করুণারত্নে-ধনঞ্জয়ার নান্দনিক ব্যাটিংয়ে রান-উৎসবে মেতেছে শ্রীলঙ্কা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৬৮ রান। করুণারত্নে ও ধনঞ্জয়া মিলে এর মধ্যে গড়েছেন ২৭৮ রানের জুটি। বাংলাদেশের চেয়ে আর মাত্র ৭৩ রানে পিছিয়ে আছে তারা, হাতে আছে আরো ৭ উইকেট। এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন