স্পোর্টস ডেস্কঃ ইউরোপীয় সুপার লিগের উদ্যোক্তা ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, যে ১২টি ক্লাব নতুন ইউরোপীয় সুপার লিগে যোগ দিতে রাজি হয়েছিল তাদের সঙ্গে ‘বাধ্যতামূলক চুক্তি’ রয়েছে এবং তারা কোনোভাবেই লিগ ‘ছাড়তে পারে না’। লিগের পরিকল্পনা প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ১২টি ক্লাবের মধ্যে মঙ্গলবার প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবসহ ৯টি দল প্রস্তাবিত টুর্নামেন্ট থেকে সরে আসে।
তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং জুভেন্টাস এখনও লিগ ছাড়ার ঘোষণা দেয়নি। এস নিউজপেপারকে দেওয়া সাক্ষাৎকারে পেরেজ বলেন, বাধ্যতামূলক চুক্তি কী তা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে ক্লাবগুলো কোনোভাবেই লিগ ছাড়তে পারে না। তিনি বলেন, কিছু ক্লাব চাপে পড়ে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কিন্তু এই প্রকল্প বা এ রকম একই ধরনের লিগ সামনে এগিয়ে যাবে এবং আশা করি তা খুব শিগগিরই।