News71.com
 Sports
 28 Apr 21, 10:24 PM
 41           
 0
 28 Apr 21, 10:24 PM

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজি-ম্যানসিটি মুখোমুখি।।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজি-ম্যানসিটি মুখোমুখি।।

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতবারের রানার্সআপ প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের পার্ক দে প্রিন্সেন্সে বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

পিএসজি-ম্যানচেস্টার সিটির এই ম্যাচটিকে বলা যায় 'গালফ ডার্বি'! যেখানে জড়িয়ে সম্মান, গর্ব আর অর্থের ঝনঝনানি। দুই দলের মালিকই মধ্যপ্রাচ্যের। পিএসজি কিনেছেন কাতারি ব্যবসায়ী নাসের আল খেলাইফি। আর ম্যানচেস্টার সিটির মালিক আরব আমিরাতের ধনকুবের শেখ মনসুর। টাকার ঝনঝনানিতেই ঘরোয়া লিগে শ্রেষ্ঠত্বের সিংহাসনে পিএসজি ও ম্যানসিটি। মালিকানা বদলের পর পিএসজি ফ্রেঞ্চ লিগ জিতেছে সাতবার আর ম্যানসিটি প্রিমিয়ার লিগের মুকুট জিতেছে চারবার। তবে ইউরোপে সাফল্য এখনো অধরা। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিযানে সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসে মুখোমুখি দুই দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন