News71.com
 Sports
 30 Apr 21, 07:58 PM
 351           
 0
 30 Apr 21, 07:58 PM

টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশী বোলারদের ৫ উইকেট শিকার ।।

টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশী বোলারদের ৫ উইকেট শিকার ।।

স্পোর্টস ডেস্কঃ পাল্লেকেলেতে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ শুক্রবার বাংলাদেশের বোলাররা আলোর দেখা পেয়েছেন। গতকাল মাত্র ১টি উইকেট শিকার করতে পারলেও আজ দুই সেশনে এখন পর্যন্ত আরও ৫ উইকেটের পতন হয়েছে। তবে দুই সেশন পরেই বন্ধ হয়ে গেছে খেলা। প্রথমে বৃষ্টিতে এক দফা খেলা বন্ধ থাকে। এরপর আলোক স্বল্পতায় আবার বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

দিনের শুরুতেই আজ গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে ১৪০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। তার ২৯৮ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ছিল।আরেক অপরাজিত ব্যাটসম্যান ওসাদা ফার্নান্দো তিন অংক ছুঁতে পারেননি। তাকে ৮১ রানে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। তাসকিনের বাকি দুই শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) এবং পাথুম নিশাঙ্কা(৩০)। তাইজুলের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ২ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। লঙ্কানদের সংগ্রহ যখন ৬ উইকেটে ৪৩৬ রান, তখন হানা দেয় বৃষ্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন