News71.com
 Sports
 01 May 21, 02:00 PM
 333           
 0
 01 May 21, 02:00 PM

ক্যাচগুলো নিতে পারলে বাংলাদেশ ভাল অবস্থানে থাকতো।। তাইজুল ইসলাম

ক্যাচগুলো নিতে পারলে বাংলাদেশ ভাল অবস্থানে থাকতো।। তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় দিন শেষেও, পাল্লেকেলের পিচ অনেক বেশি ব্যাটিং সহায়ক। উইকেটে টার্ন থাকলেও, সেটা আনপ্লেয়েবল নয় বলে মনে করেন তাইজুল ইসলাম। টাইগার ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে, এখান থেকেও ভালো করা সম্ভব বলে মনে করেন তিনি। পেসাররা দিনভর খুব ভালো বল করায় স্পিনারদের জন্য সুবিধা হয়েছে বলেও মন্তব্য করেছেন তাইজুল। তবে, ক্যাচগুলো নিতে পারলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকতো বলে মত তার।

প্রথম টেস্টের ভুলগুলো শুধরে পাল্লেকেলেতে নতুন রূপে আবির্ভাব ঘটবে বাংলাদেশের, আশা ছিল কোটি সমর্থকের। কিন্তু, ফিল্ডিংয়ে নেমেই যেন সব ভুলে গেলেন শান্ত-তাইজুলরা। দুই দিনে এক তাসকিনের বলেই ফেলেছেন তিন ক্যাচ। আর একটি পড়েছে রাহির বলে। স্লিপের পর পয়েন্টেও বল হাতে রাখতে সমর্থ হননি ফিল্ডাররা। ক্যাচ মিস তো ম্যাচ মিস, এ কথাটা মনে হয় বাংলাদেশের ফিল্ডাররা কোনদিনই শোনেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন