স্পোর্টস ডেস্ক: অনেকে বলবেন এটা অন্যায়। কেউ বলবেন বীভৎস। আবার কারো কাছে নিষ্ঠুর। শনিবার রাতে ইউরো ২০১৬ এর খেলা দেখে এমন ভিন্ন ভিন্ন অনুভূতিই বের হয়ে আসে। আর এমন দিনে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও রবার্ত লেভানদোস্কিরা চলে গেছেন কোয়ার্টার ফাইনালে। পর্তুগাল, ওয়েলস ও পোল্যান্ড শেষ আটে।
১১৭ মিনিটের সময় করা গোলে পর্তুগাল গেছে পরের পর্বে। আসরে প্রথম জয় তুলে নিয়ে তারা বিদায় করে দিয়েছে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন স্পেনকে হারানো ক্রোয়েশিয়াকে। ক্রোয়াটরা 'অন্যায়' বলে ভাগ্যকে দুষতে পারে। এদিকে বায়ার্ন মিউনিখ তারকা লেভানদোস্কি এবারও গোল করতে পারলেন না। কিন্তু তার দল পোল্যান্ড টাইব্রেকে ৫-৪ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে অমিমাংশিত ছিল। সুইসরা এমন ফলকে 'নিষ্ঠুর' বলতেই পারে।
কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হচ্ছে পোল্যান্ড। প্যারিসে পোস্ট-ব্রেক্সিট অল-বৃটিশ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। ওয়েলস বীর বেল এই ম্যাচে গোল করতে পারেননি। কিন্তু ৭৫ মিনিটে বেলের উড়িয়ে দেওয়া ক্রসকে নিজেদের জালেই জড়িয়েছেন আইরিশ গ্যারেথ ম্যাকালে। তাতেই ১-০ গোলে জিতেই কোয়ার্টার ফাইনালে গেছে ওয়েলস। হাঙ্গেরি-বেলজিয়াম ম্যাচের বিজয়ীর সাথে খেলবে তারা।