স্পোর্টস ডেস্ক: শুধু ভালো খেললে হয় না। খেলায় ভাগ্যও অনেক বড় ব্যাপার। ক্রোয়েশিয়ানদের এখন এই ব্যাপারটি নিজেদের বোঝাতে বোঝাতে দেশের পথ ধরতে হচ্ছে। ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার মতো খেলাই খেললো তারা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে 'হাঙর' বধ করলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
রিকার্দো কুয়ারেসমা গোল করে হিরো। ১-০ গোলে জিতেই ইউরো ২০১৬র শেষ আটে পর্তুগাল। পর্তুগালের কোচ এই ম্যাচ নিয়ে ছিলেন দারুণ সতর্ক। গ্রুপ পর্বে গত দুইবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে ক্রোয়াটরা। ওই গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে তারা। দুর্ধর্ষ দলটিকে পর্তুগিজ কোচ 'হাঙর' এর সাথে তুলনা করেছিলেন। লেসে গত রাতে সেই দলকে হারিয়েছে তার দল।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে খেলবে পোল্যান্ডের সাথে। শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে পোলিশরা। গ্রুপ পর্বে পর্তুগাল একটিও জয় পায়নি। সেরা তৃতীয় দল হিসেবে ভাগ্যের লটারি জিতে শেষ আটে এসেছে। আর এদিনও ম্যাচটা পেনাল্টিতে যাবে বলে মনে হচ্ছিল।
পর্তুগিজদের ডিফেন্স ভাঙতে পারছিল না। খেলাও জমে না। শেষে দেখা গেল, ইউরো ইতিহাসের এটি প্রথম ম্যাচ যেখানে প্রথম ৯০ মিনিটে কোনো দলই টার্গেটে কোনো শট নিতে পারেনি! এরপর ক্রোয়াট ডোমাগোজ ভিডা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিও কর্নার থেকে উড়ে আসা বল ঠেকাতে পারেননি।
এমন সময় রোনালদোর নিচু শট থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়েছেন কুয়ারেসমা। হেডে গোল করে দলকে নিয়ে গেছেন পরের রাউন্ডে। ক্রোয়েশিয়ার কোচ আন্টে কাসিক দুঃখ নিয়ে বলে গেলেন, "সেরা দল সব সময় জেতে না। আজ রাতেও তাই হলো।" রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ লুকা মড্রিচ এমন হারের পর ভেঙে পড়েন। পর্তুগিজ তারকা তাকে দেন সান্ত্বনা। আসলে পুরো আসরেই তো ক্রোয়াটরা আকর্ষণীয় ফুটবল খেলেছে।
আর ভিডার শট উড়ে গেছে বাইরে। কিছুক্ষণ পর অবশ্য প্যাট্রিসিয়া তার দেশকে বাঁচিয়েছেন ইভান পেরিসিকের হেড রুখে দিয়ে। এরপর একেবারে শেষটায় পর্তুগিজরা এবারের টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের দেখা পেয়েছে। উচ্ছ্বসিত কুয়ারেসমা কর্নার ফ্ল্যাগের কাচে গিয়ে সতীর্থদের মাছে হারিয়ে গেছেন। আর ক্রোয়াটরা কিছুক্ষণের মাঝে ভেসেছে চোখের জলে।