স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে গেলেন সাকিব আল হাসান। শনিবার রাতে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশের সেরা অল রাউন্ডারের এটি দ্বিতীয় সিপিএল। ওয়েস্ট ইন্ডিজের আসরটিতে তিনি খেলবেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব তার একটি ছবি পোস্ট করেছেন।
আর লিখেছেন, "সিপিএলের জন্য ক্যারিবিয়ানে যাচ্ছি। এর মধ্যে আমার পরিবারকে মিস করতে শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।" গত বছরের নভেম্বরে সাকিব প্রথমবারের মতো বাবা হয়েছেন। তাদের ঘরে এসেছে একটি কন্যাসন্তান।
কিন্তু সন্তানের কাছে বেশি সময় থাকার সুযোগই হচ্ছে না সাকিবের। বছরের শুরু থেকে আছেন আন্তর্জাতিক ব্যস্ততায়। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খেলে এসেছেন আইপিএলে। ভারতে থাকতে হয়েছে প্রায় দুই মাস। গত মাসের শেষে দেশে ফিরে আবার ব্যস্ত হয়ে পড়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। তাও ভালো সন্তান ও পরিবারের কাছে ছিলেন। অবশ্য ক্যারিবিয়ানে স্ত্রী-সন্তানের তার সাথে যোগ দেওয়ার কথা আছে। সিপিএলে জ্যামাইকা সাকিবকে কিনেছে ১ লাখ ১০ হাজার ডলারে।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৪ ওভারে ১ মেইডেনে মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড ওটি। পরের বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সিপিএলে খেলার অনুমতি দেয়নি। আর গত বছর আন্তর্জাতিক ব্যস্ততার জন্য খেলতে পারেননি।
এবারের আসর শুরু ২৯ জুন। আর সাকিবদের প্রথম ম্যাচ ২ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল ৭ আগস্ট। সাকিবের দলে আছেন কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গারা। এর আগে ২০১৩ সালের প্রথম সিপিএলে খেলেছিলেন সাকিব। দল ছিল বার্বডোজ ট্রাইডেন্টস। সেবার দারুণ ছিল তার পারফরম্যান্স।