স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দল দুটির মধ্যে দুইয়ের পরিবর্তে তিন টেস্ট খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
পিসিবির এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘোষিত মূল সুচি অনুযায়ী দুই টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা থাকলেও আমরা এখন তিন টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবো।
তিনি বলেন, পিসিবি চেয়ারম্যান মনে করছেন টেস্ট ক্রিকেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই তার উদ্যোগেই লংগার ভার্সনের ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে। দিবা-রাত্রির একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এটা সম্ভবত আবুধাবিতে হবে।
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দল একটি দিবা-রাত্রির টেস্ট খেলবে। তাই প্রস্তুতি হিসেবে একটি গোলাপি বলের ম্যাচে আয়োজনে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে অনুরোধ করেছিল পিসিবি।
পিসিবির এ কর্মকর্তা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচও হবে এবং ফ্লাড লাইটে খেলোয়াড়রা যাতে মানিয়ে নিতে পারে সে জন্য এ বছর আমাদের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির অন্তত ১০টি ম্যাচ হবে দিবা-রাত্রির।’
পাকিস্তান ইতিপূর্বে শ্রীলংকার বিপক্ষে একটি দিবা-রাত্রির একটি টেস্ট আয়োজনেরও প্রস্তাব দিয়েছিল। কিন্তু লংকানরা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতে এখনো লংকানদের বিপক্ষে গোলাপি বলের টেস্ট আয়োজনের পরিকল্পনা আছে পিসিবির।