News71.com
 Sports
 27 Jun 16, 02:17 PM
 905           
 0
 27 Jun 16, 02:17 PM

ইউরোকাপ ফুটবল ।। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল জার্মানি, স্বাগতিক ফ্রান্স ও বেলজিয়াম।

ইউরোকাপ ফুটবল ।। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল জার্মানি, স্বাগতিক ফ্রান্স ও বেলজিয়াম।

স্পোর্টস ডেস্ক: ইউরো ২০১৬ এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, স্বাগতিক ফ্রান্স ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর দল বেলজিয়াম।

ডিফেন্ডার জেরোম বোয়াটেং জার্মানির হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেছেন। শেষ ষোলোতে স্লোভাকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আন্তোইন গ্রিজমানের জোড়া গোলে ফ্রান্স ২-১ গোলে জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আর ইডেন হ্যাজার্ড আসরে বেলজিয়ামের পক্ষে প্রথম গোল করেছেন। তাদের দল ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ করেছে হাঙ্গেরির রূপকথার ইউরো। শেষ আটে বেলজিয়াম ওয়েলসের বিপক্ষে খেলবে। ফ্রান্স ও জার্মানির প্রতিপক্ষ ঠিক হবে আজ সোমবার রাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন