News71.com
 Sports
 04 Jul 21, 11:17 AM
 352           
 0
 04 Jul 21, 11:17 AM

বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজস্থানের জয়পুর॥

বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজস্থানের জয়পুর॥

নিউজ ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছে ভারতেই। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের পরে এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামও ভারতেই নির্মিত হতে চলেছে রাজস্থানে জয়পুরে। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা হবে ৭৫ হাজার। এটি বানাতে খরচ হবে ৩০০ কোটি রুপি। শনিবার (৩ জুলাই) রাজস্থান ক্রিকেট একাডেমি তরফে এমনটাই জানানো হয়েছে। রাজস্থান একাডেমির ক্রিকেট প্রেসিডেন্ট বৈভব গেহলত জানিয়েছেন, আড়াই বছরের মধ্যেই জয়পুর-দিল্লি হাইওয়ের ধারে চম্প গ্রামে স্টেডিয়ামটি নির্মাণ হবে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামে একসঙ্গে বসে ৭৫ হাজার দর্শক ক্রিকেট উপভোগ করতে পারবেন। তিনি জানিয়েছেন, দুটো পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণের কাজ সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে ৪৫ হাজার দর্শকের সক্ষমতা থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে ৩০ হাজার দর্শকের সক্ষমতা বাড়বে। যেখানে ১১টি খেলার পিচ, দুটো প্র্যাকটিস গ্রাউন্ড, একটা ক্রিকেট একাডেমি, একটা হোস্টেল, পার্কিং ফেসিলিটি, স্পোর্টস ক্লাব, হোটেল এবং জিম থাকবে। দুটো পর্যায়ের নির্মাণ সম্পন্ন হতে মোট ৫ বছর লাগবে। এজন্য বিসিসিআই থেকে ১০০ কোটি রুপি দেবে। বাকি ব্যাঙ্ক লোন বাবদ নেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হবে নির্মাণের কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন