
স্পোর্টস ডেস্কঃ পুরুষ এককে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ও নাদালের রেকর্ডে ভাগ বসানোর আনন্দে ভাসছেন নোভাক জোকোভিচ। এবারের উইম্বলডন জয়ের পর তার নামের পাশে যোগ হয়েছে আরো বেশ কিছু রেকর্ড। অর্জনের খাতাকে করেছেন সমৃদ্ধ। এখানেই থামতে চান না সার্বিয়ান তারকা। উইম্বলডন জয়ের পর আধুনিক যুগের টেনিস খেলোয়াড়দের মধ্যে নিজেকে সেরা দাবি জোকোর। তবে, টোকিও অলিম্পিকে অংশ নেয়ার সিদ্ধান্ত এখনও নিতে পারেননি তিনি।
এবারের উইম্বলডনে অংশ নেয়া নিয়েই ছিলো অনিশ্চয়তা নোভাক জোকোভিচের। কিন্তু রেকর্ড যাকে চুম্বকের মত টানে তাকে তো আর কোন ভাইরাসের ভয়েই আটকে রাখা যায়নি। উইম্বলডনের শিরোপা জয়ের পর পুরুষ এককে ২০টি গ্যান্ডস্লাম জয়ের স্বাদ পেলেন জোকো। ভাগ বসিয়েছেন ফেদেরার ও নাদালের রেকর্ডে। এই এক রকের্ড গড়েই ক্ষ্যান্ত হননি সার্বিয়ান তারকা। রজার ফেদেরার, বিয়ন বর্গ ও পিট সাম্প্রার্সের পর উন্মুক্ত যুগে চতুর্থ খেলোয়াড় হিসেবে উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা জয় করলেন জোকো। রেকর্ড এখানেই শেষ হয়নি। ক্যারিয়ারে টানা তিনবার কোন গ্র্যান্ডস্লাম শিরোপা এ নিয়ে রেকর্ড তৃতীয়বারের মত জিতলেন জোকো। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে দুই দফায় টানা তিনবার করে ২০১১ থেকে ২০১৩ ও ২০১৯ থেকে ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।