
স্পোর্টস ডেস্কঃ চেলসিতে তিন বছর কাটিয়ে এসি মিলানে পাড়ি জমালেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুদ। শনিবার পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উভয় ক্লাব। তবে তার ট্রান্সফার ফি ও চুক্তির মেয়াদ নিয়ে কিছু জানা যায়নি। বেশকিছু ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিরুদকে কিনতে ১০ লাখ ইউরো গুণতে হচ্ছে মিলানকে। ২০১৮ সালের জানুয়ারিতে আর্সেনাল থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির জার্সিতে ১১৯ ম্যাচে ৩৯ গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। এই সময়ে দলটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ। গত মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ৩১ ম্যাচে ১১ গোল করেছিলেন জিরুদ। তবে প্রিমিয়ার লিগে মাত্র ৮ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান তিনি। গত গ্রীষ্মে জার্মানির দুই ফরোয়ার্ড টিমো ভার্নার ও কাই হাভেরৎজকে কিনেছে চেলসি। ফলে দলে জায়গা পাওয়া মুশগিল হয়ে যাচ্ছিল তার জন্য।