নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ে খেলা শুরুর আগে টস হলো। কিন্তু খেলা মাঠে গড়াল না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হলো।কারণ-করোনাভাইরাসের আক্রমণ। টস হওয়ার পরই জানা গেল সে খবর। ওয়েস্ট ইন্ডিজ দলের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয় ম্যাচটি। তবে করোনা আক্রান্ত ব্যক্তি দলের ক্রিকেটার নন বলে জানা গেছে। এ খবরে দুই দলের সবাইকে জরুরি ভিত্তিতে মাঠ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে হোটেলে এবং পাঠানো হয় আইসোলেশনে। নতুন করে আবারও করোনা পরীক্ষা করা হবে তাদের। করোনা পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করছে এ সিরিজের ভাগ্য।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন এমন একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। টস হয়ে যাওয়ার পর এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।করোনাবিধি মেনে দুই দলের সবাইকে ও ম্যাচ অফিশিয়ালদের হোটেলে পাঠানো হয়েছে। পুনরায় তাদের করোনা পরীক্ষা করানো হবে। ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে হবে বলেও জানায় তারা। এদিকে এ সিরিজ শেষ করেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে এ সিরিজের আগে আইসোলেশনে থাকায় অস্ট্রেলিয়া দলের সবকিছুই অনেকটা অনিশ্চিত। ৩ আগস্ট থেকে শুরু বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হওয়ার কথা। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।v