স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা ফুটবলের সেরা একাদশ প্রকাশ করেছে আয়োজক কমিটি। সেরা একাদশের পুরোটাই গঠিত হয়েছে চ্যাম্পিয়ন চিলি ও রানার্স-আপ আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে।
একাদশে চিলির আটজন ও আর্জেন্টিনার তিন খেলোয়াড় রয়েছে। আর কোন দলের খেলোয়াড়ই একাদশে সুযোগ পাননি। আর্জেন্টিনার তিন জন খেলোয়াড় হলেন- ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার জাভিয়ার মাচেরানো ও অধিনায়ক লিওনেল মেসি।
একাদশে চিলির আট খেলোয়াড় হলেন- গোলরক্ষক ও অধিনায়ক ক্লাদিয়ো ব্রাভো, তিন ডিফেন্ডার- মাওরিসিয়ো ইসলা, গ্যারি মেডেল, জিন বিসিজুর, দুই মিডফিল্ডার অরতুরো ভিদাল, চালের্স আরানগুয়েজ এবং দুই স্ট্রাইকার- এডুয়ার্ডো ভারগাস ও অ্যালেক্স সানচেজ।
উল্লেখ্য,টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করেছিল চিলি