News71.com
 Sports
 29 Jul 21, 10:27 PM
 468           
 0
 29 Jul 21, 10:27 PM

টোকিও অলিম্পিকেও করোনার হানা ॥একদিনে রেকর্ড ২৪ জনের পজিটিভ

টোকিও অলিম্পিকেও করোনার হানা ॥একদিনে রেকর্ড ২৪ জনের পজিটিভ

স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিকে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আরও ২৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।  বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।  এই নিয়ে অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত ১৯৩ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন। সর্বশেষ আক্রান্তদের মধ্যে ৩ জন অ্যাথলেটও রয়েছেন। গেমসের ভিলেজে এখন পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা ২৩ জন। সোমবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে গেমসে অংশ নিতে জাপানে গেছেন ৩৮ হাজার ৪৮৪ জন। 

অন্যদিকে অলিম্পিকের আয়োজক শহর টোকিওতে করোনা আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। বুধবার সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন, মহামারি শুরু হওয়ার পর যা সবচেয়ে বেশি। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে অলিম্পিক থেকে ছিটকে গেছেন বিশ্ব চ্যাম্পিয়ন পোলভল্টার স্যাম হেনড্রিকস। টোকিয়োয় পৌঁছানোর পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। ২০১৬ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন স্যাম। অলিম্পিক আয়োজক কমিটি জানিয়েছে, করোনা আক্রান্ত দুই বিদেশি খেলোয়াড়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটজনক নয় বলা হলেও নাম প্রকাশ করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন