News71.com
 Sports
 28 Jun 16, 09:19 PM
 719           
 0
 28 Jun 16, 09:19 PM

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজের সূচি ঘোষণা ....

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজের সূচি ঘোষণা ....

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আসন্ন হোম সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মাধ্যমে ভারতের ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে।

এই সিরিজের মাধ্যমে ইন্দোরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ম্যাচ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টুইটারের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২২-২৬ সেপ্টেম্বর কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।


৩০ অক্টোবর-৪ সেপ্টেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ও ৮-১২ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।


১৬ অক্টোবর ধর্মশালায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দিল্লীতে ১৯ অক্টোবর দ্বিতীয়, মোহালিতে ২৩ অক্টোবর তৃতীয়, ২৬ অক্টোবর রাঁচিতে চতুর্থ ও ২৯ অক্টোবর বিশাখাপত্তমে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে।


ভারত-নিউজিল্যান্ড সিরিজের সূচি : ১ম টেস্ট : ২২-২৬ সেপ্টেম্বর, কানপুর ২য় টেস্ট : ৩০ সেপ্টেম্বর-৪ অক্টোবর, ইন্দোর ৩য় টেস্ট : ৮-১২ অক্টোবর, কলকাতা ১ম ওয়ানডে : ১৬ অক্টোবর, ধর্মশালা ২য় ওয়ানডে : ১৯ অক্টোবর, দিল্লী ৩য় ওয়ানডে : ২৩ অক্টোবর, মোহালি ৪র্থ ওয়ানডে : ২৬ অক্টোবর, রাঁচি ৫ম ওয়ানডে : ২৯ অক্টোবর, বিশাখাপত্তম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন