News71.com
 Sports
 06 Aug 21, 10:09 PM
 80           
 0
 06 Aug 21, 10:09 PM

অবশেষে ফুটবল জায়ান্ট বার্সা ছাড়ছেন ফুটবল সুপারষ্টার মেসি॥

অবশেষে ফুটবল জায়ান্ট বার্সা ছাড়ছেন ফুটবল সুপারষ্টার মেসি॥

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার জার্সিতে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। অনেক কাঠখড় পুড়িয়েও কাতালান জায়ান্টদের পক্ষে তার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সম্ভব হলো না। ছুটি কাটিয়ে ফিরেই এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চুক্তি নিয়ে সঙ্গে বৈঠকে বসেছিলেন। এরপরই এলো দুঃসংবাদ। বার্সেলোনায় মেসি যুগের অবসান ঘটলো। বৃহস্পতিবার দিনগত রাতে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এমন খবর দিয়েছে। পরে বার্সেলোনার পক্ষ থেকেও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ১৭ বছর পর ক্যাম্প ন্যু থেকে বিদায় নিচ্ছেন মেসি।

বার্সা এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষ আর্থিক বিষয় এবং চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হচ্ছে না। আপাতত মেসি ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের খোঁজ নিতে নিতে শুরু করবেন।  এর আগে স্প্যানিশ মিডিয়াগুলো জানিয়েছিল, বার্সার সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন মেসি। কিন্তু সেই তথ্য ভুল প্রমাণিত হলো। অথচ নতুন চুক্তি করার জন্য তিনি নিজে বেতন অর্ধেক নিতে রাজি হয়েছিলেন। এমনকি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন