News71.com
 Sports
 10 Aug 21, 11:42 PM
 641           
 0
 10 Aug 21, 11:42 PM

প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ১’শ উইকেট ও ১ হাজার রান॥

প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের ১’শ উইকেট ও ১ হাজার রান॥

স্পোর্টস ডেস্কঃ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাস্টন টার্নারকে সাঝঘরে ফিরিয়ে ১০০তম উইকেটের মাইলফলক অর্জন করেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।এ অর্জনে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ১’শ উইকেটের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশি এ অলরাউন্ডার। টার্নারের উইকেটটি ছিল সাকিবের এ ম্যাচে দ্বিতীয় উইকেট। এর আগেই তিনি ফেরান অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডকে। পরে অবশ্য আরও ২টি উইকেট লাভ করেন তিনি। এনিয়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে ১০২ উইকেট পেলেন সাকিব। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সমান ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন