News71.com
 Sports
 24 Aug 21, 11:36 AM
 626           
 0
 24 Aug 21, 11:36 AM

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ স্থগিত॥

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ স্থগিত॥

স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নানা জটিলতায় ভেন্যু সরিয়ে নেওয়া হয় পাকিস্তানে। কিন্তু শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইটে এই তথ্য জানিয়েছে।এর আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই এই সিরিজ নিয়ে শঙ্কা শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেটের কি হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডও সিরিজের জন্য দল ঘোষণা এবং অনুশীলন শুরু করেনি। শুরুতে সিরিজটা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা থাকলেও দেশটিতে এই মুহূর্তে লকডাউন চলছে। করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বেড়ে যায় দুশ্চিন্তা। ফলে সিরিজটি সরিয়ে নেওয়া হয় পাকিস্তানে। সোমবার (২৩ আগস্ট) এমনটাই জানায় ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। ভ্রমণ জটিলতাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই বোর্ডের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় তারা। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল সিরিজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন