News71.com
 Sports
 26 Aug 21, 01:44 PM
 368           
 0
 26 Aug 21, 01:44 PM

ফুটবল॥একটি-দুটি নয়, এক ডজন গোল দিল বায়ার্ন

ফুটবল॥একটি-দুটি নয়, এক ডজন গোল দিল বায়ার্ন

স্পোর্টস ডেস্কঃ প্রথম রাউন্ডে বড় জয় পেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুধবার (২৫ আগস্ট) রাতে ব্রেমারকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে একাই চারটি গোল করেন ক্যামেরুনের ফরোয়ার্ড চুপু মটিং। এছাড়া মিডফিল্ডার জামাল মুসিয়ালার পা থেকে আসে দুটি গোল। নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ খেলছে বায়ার্ন মিউনিখ।সম্প্রতি জার্মান সুপার কাপের অষ্টম শিরোপা জিতে নেয় বাভারিয়ানরা। বুন্দেস লিগায় গেল ম্যাচে কোলনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় জার্মান লিগ চ্যাম্পিয়নরা। এবার জার্মান কাপের প্রথম রাউন্ডে ব্রেমারকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। এদিন ব্রেমারের মাঠে আতিথ্য নেয় বায়ার্ন।


কোচ জুলিয়ানের ফরমেশনটা ছিল ৪-২-৩-১। কোচের আস্থার প্রতিদান দিতে এতটুকু কার্পণ্য করেননি লিরয় সানে-মুলার-চুপু মটিংরা। প্রতিপক্ষের রক্ষণে মুহুমুর্হু আক্রমণ শানিয়ে কাঁপন ধরিয়ে দেয় জার্মান জায়ান্টরা। তাইতো ফলও পায় দ্রুত। ৮ মিনিটে চুপু মটিংয়ে দারুণ গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। এদিন যেন জয়ের পণ করেই মাঠে নেমেছিল বাভারিয়ানরা। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জামাল মুসালিয়া। বলের দখল নিয়ে আক্রমণাত্নক ফুটবল খেলে বায়ার্ন। যেখানে জুলিয়ান শিষ্যদের কাছে পাত্তাই পায়নি ব্রেমার। ২৭ মিনিটে ওয়ার্মের আত্নঘাতী গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা। অবশ্য পরের মিনিটে লিরয় সানের আসিস্টে বল জালে জড়ান চুপু মটিং।

৩৫ মিনিটে দৃশ্যপটে চুপু মটিং। দারুণ হেডে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। ফলে ৫ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ। বিরতির পর ব্রেমারকে নিয়ে রীতিমত ছেলে খেলায় মেতে ওঠে বাভারিয়ান শিবির। জার্মান লিগ চ্যাম্পিয়নরা অ্যাটাকিং ফুটবল উপহার দিয়ে গোল উৎসব করে বায়ার্ন। ৪৭ ও ৪৮ মিনিটে থিলম্যান-জামাল মুসিয়ালার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৭-০। তাতেই উল্লাসে মাতোয়ারা বায়ার্ন সমর্থকরা।এরপর ৬৫ মিনিটে ব্রেমার গোলকিপারকে বোকা বানিয়ে দারুণ এক গোল করেন লিরয় সানে। এরপর যেন গোলের মিছিল, ৮০ থেকে ৮৮, এই ৮ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আরও ৪ গোল আদায় করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন