স্পোর্টস ডেস্ক: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০১৮ আসরের মূলপর্বে আরো দু’টি দল যুক্ত হতে পারে। এক্ষেত্রে সুপার টেন বদলে নাম হবে ‘সুপার ১২’। এডিনবরোয় আইসিসির বাৎসরিক কনফারেন্সে এ বিষয়টি আলোচনায় ওঠে আসে। এটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা সেটিই এখন দেখার বিষয়!
হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেন, ‘প্রথম রাউন্ড থেকে দু’টি করে টিম গিয়ে সুপার ১২ তৈরি করবে। ধারনা করা যাচ্ছে,এই ফরমেটে সবাই রাজি। সেখানে আরো দু’টি দল মূল পর্বে খেলবে। কোয়ালিফায়ারে দলের সংখ্যা ১৮ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু এখনকার হিসেবে অংশগ্রহণকারী ১৬টি টিম থেকে সুপার ১২ হবে। এটা একটা সঠিক সিদ্ধান্ত।’
এ বছর ভারতে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে, প্রথম চারটি ইভেন্টে ১২টি টিম অংশ নেয়। শেষ দু’বার দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬-তে।
যার মধ্যে ৮টি দল সরাসরি নাম লেখায় সুপার টেনে (মূল পর্ব)। বাকি ৮টি দেশকে দুই গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বের আদলে প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেখান থেকে দুই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে সুপার টেন।