News71.com
 Sports
 13 Sep 21, 10:27 PM
 540           
 0
 13 Sep 21, 10:27 PM

পরমাণু সঙ্কট এড়াতে ইরান-জাতিসংঘ সমঝোতা॥

পরমাণু সঙ্কট এড়াতে ইরান-জাতিসংঘ সমঝোতা॥

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট নিরসনে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পরিদর্শক দলের প্রধান এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান একটি সমঝোতায় পৌঁছেছেন। ফলে ২০১৫ সালের চুক্তি পুনরুদ্ধারে নতুন করে আর কোনো সঙ্কট তৈরি হবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে তেহরানে পৌঁছানোর পর রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ইরানের পরমাণু শক্তি সংস্থার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে বৈঠককালে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান।

মোহাম্মদ ইসলামি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাফায়েল গ্রোসির এটাই প্রথম তেহরান সফর। এর আগে গত ২৯ আগস্ট মোহাম্মদ ইসলামিকে ওই পদে নিয়োগ দেন দেশটির নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ বৈঠক এমন সময় হলো, যার মাত্র কয়েক দিন আগে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে, আইএইএর প্রধান সম্প্রতি ইরানকে জড়িয়ে উদ্বেগজনক দুটি গোপন রিপোর্ট দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পরমাণু কর্মসূচিতে আইএইএর নজরদারি ক্যামেরার বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। সম্ভবত দেশটি যখন ফের উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তখন সেগুলোর কয়েকটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে পারমাণবিক উপকরণের বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দেয়নি তেহরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন