স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে শনিবার রাতে মোঁপেলিয়েকে ২-০ গোলে হারায় পিএসজি। ম্যাচ জিতলেও দলের তরুণ ফরোয়ার্ড এমবাপ্পেকে দেখা গেছে রাগ নিয়ে মাঠ থেকে উঠতে। ফরাসি এ ফরোয়ার্ডকে ক্যামেরাবন্দি করার সময় দেখা গিয়েছে নেইমারকে উদ্দেশ্য করে রাগ দেখিয়েছেন তিনি। ঘরের মাঠে খেলতে নেমে ইদ্রিসা গেয়ির গোলে প্রথমেই এগিয়ে থাকে পিএসজি। বিরতির পর গেয়ির বদলি হয়ে নেমে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন জুলিয়ান ড্রাক্সলার। বেঞ্চে থাকা গেয়িকে নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেছিল এমবাপ্পে। যা ক্যামেরায় ধরা পড়েছিলো। ফরাসি এ তারকার মুখভঙ্গিতে বোঝা যায়। তিনি বলেছিলেন, ‘নেইমার আমাকে পাস দেয় না।’ একথা বলে নিজের রাগ প্রকাশ করেন তিনি। অথচ ৮৮মিনিট মাঠে থেকে গোল করার ৩টি পরিস্কার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। এ ম্যাচসহ এ মৌসুমের শেষ চার ম্যাচে কোনো গোলের দেখা পায়নি ফরাসি এ ফরোয়ার্ড।