News71.com
 Sports
 03 Nov 21, 12:14 PM
 275           
 0
 03 Nov 21, 12:14 PM

টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট॥ নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট॥ নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ অনুমিতভাবেই দারুণ ছন্দে থাকা পাকিস্তান বড় ব্যবধানে হারালো নামিবিয়াকে। সেই সঙ্গে টানা চতুর্থ জয়ে বাবরবাহিনী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল। সুপার টুয়েলভের গ্রুপ-২ এর ম্যাচে মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৬ রানে জিতেছে পাকিস্তান। তবে নামিবিয়াও বড় দলের সঙ্গে তাদের লড়াই করার সামর্থ্যের প্রমাণ রেখেছে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ডেভিড ভিসের শেষ ঝড় সত্ত্বেও ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে 'নবীন' নামিবিয়া।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই খাবি খেতে থাকেন নামিবিয়ার ব্যাটাররা। দলীয় ৮ রানেই বিদায় নেন ওপেনার মাইকেল ফন লিঙ্গেন (৪)। এরপর আরেক ওপেনার স্টিফেন বার্ডকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন তিনে নামা ক্রেইগ উইলিয়ামস। কিন্তু তাদের ব্যাটিংয়ের ধরন ঠিক টি-টোয়েন্টিসুলভ হয়নি। ফলে বল ও রানের ব্যবধান বাড়তে বাড়তে নাগালের বাইরে চলে যায়। বার্ড ২৯ বলে ঠিক ২৯ রান করেই রান আউট হন। উইলিয়ামস ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। অধিনায়ক এরাসমাস বিদায় নেন ১৫ রানেই। এরপর শেষদিকে কিছুটা ঝড় তোলেন একসময় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা ডেভিড ভিসে। এবারের বিশ্বকাপে নামিবিয়ার স্বপ্নযাত্রার মূল নায়ক এই অলরাউন্ডার আজকের ম্যাচে করেন ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান। কিন্তু তার এই ইনিংস শুধু হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। বল হাতে ১টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রৌফ এবং শাদাব খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন