
স্পোর্টস ডেস্কঃ নিজেদের ব্যর্থতার দায় এড়াতে বিসিবি কর্তারা এখন কয়েকজন ক্রিকেটারকে বলির পাঠা বানাতে পারেন বলে মনে করছেন মাশরাফী। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ারও আশঙ্কা করছেন তিনি।বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্ট থেকে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নানা ধরনের কথা লিখেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।ক্রিকেট থেকে অনানুষ্ঠনিক বিদায় ম্যাশের। নিজে না খেললেও, দলের বিশ্বকাপ মিশনে চোখ রেখেছেন। আক্ষেপে পুড়েছেন বার বার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ ঝেড়েছেন, করেছেন গঠনমূলক সমালোচনাও। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষে নিজের ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ম্যাশ। মাশরাফী তার ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘আরও খারাপ সময় অপেক্ষা করছে। প্রমাণ তো আরও আগে অহরহ দেখা গেছে!’ ক্রিকেটারদের এই বাজে পারফরমেন্সে তাদের পাশে থাকাটাকে কঠিন বলছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তবে এজন্য নীতি-নির্ধারকদের একচুলও ছাড় দিতে চান না মাশরাফী। নিজের স্ট্যাটাসে ক্রিকেটার তৈরির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ম্যাশ। বিকল্প ক্রিকেটার না থাকায় কাঠগড়ায় তোলেন বিসিবিকে।