News71.com
 Sports
 05 Nov 21, 07:37 PM
 315           
 0
 05 Nov 21, 07:37 PM

বিশ্বকাপকে থেকে ছিটকে পড়েই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার ব্রাভো॥

বিশ্বকাপকে থেকে ছিটকে পড়েই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার ব্রাভো॥

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার কাছে হেরে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আসর থেকে বাদ পড়ার পরপরই অবসরের ঘোষণা দিলেন দলটির তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এর আগে একবার অবসর নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার আশায় জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন তিনি। তবে বিশ্বকাপ থেকে এবার দল ছিটকে পড়ায় আবারও অবসরের পথে হাঁটলেন ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।অবসরের ঘোষণা দিয়ে ব্রাভো বলেন, ‘আমার মনে হয় সময়টা এসে গেছে। ক্যারিয়ারজুড়ে অনেক উত্থানপতন ছিল, তবে তারপরও ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করেছি। এই অঞ্চল ও ক্যারিবীয় মানুষের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।’এদিকে, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়েছেন, ‘ঘরের মাঠে আর খেলা হবে না ব্রাভোর। অবসরের মতো সিদ্ধান্ত আসতে পারে তা অনুমিতই ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন