স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডকে পরবর্তী গন্তব্য হিসেবে নিশ্চিত করেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার নিজের ইন্সটাগ্রাম পেজে ম্যানইউতে পাড়ি জমানোর ঘোষণা দেন এই সুইডিশ তারকা। কিন্তু এখনো আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে অফিসিয়াল ঘোষণা দেয়নি তিনি।
ইব্রাহিমোভিচ ম্যানইউর লোগো পোস্ট করে ক্যাপশনে লেখেন, এবার ‘বিশ্বকে জানানোর সময় হয়েছে। আমার পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড। আমি আসছি।’
গত মৌসুম শেষে ৪বছরের পিএসজি অধ্যায়ের ইতি টানেন ইব্রাহিমোভিচ। ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে চারবারই লিগ শিরোপা উল্লাসে মেতেছিলেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। শেষ মৌসুমে ৩১ ম্যাচে ৩৮টি গোল করেন এই সুইডিশ তারকা।
তিনি অতীতে বার্সেলোনা, এসি মিলান, আয়াক্স, ইন্টার মিলান ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলেছিলেন। কিন্তু এবার মরিনহোর সঙ্গে তার পুনর্মিলন হতে যাচ্ছে। কিন্তু তার আগে ইন্টার মিলানে (২০০৮-০৯ মৌসুম) ২জন গুরু-শিষ্য ভূমিকায় ছিলেন তারা।