
স্পোর্টস ডেস্কঃটুর্নামেন্টের শুরুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিশেলসের সঙ্গে ড্রয়ের হতাশায় ডুবেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি মালদ্বীপকে হারিয়ে জয়ে ফিরল জামাল ভূঁইয়ার দল। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শনিবার ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। এর আগে এই মালদ্বীপের বিপক্ষে গত সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরে গিয়েছিলেন ইয়াসিন-জিকোরা।
মালদ্বীপ ম্যাচে শুরুর একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। সাদউদ্দিন ও ইয়াসিন আরাফাতের জায়গায় আসেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া। শুরুর দিকে মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়েও যায় লাল-সবুজের জার্সিধারীরা। রহমতের থ্রো ইনে এক ডিফেন্ডার হেড নিলে দূরের পোস্টে ফাঁকায় থাকা জামাল বল পেয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বাংলাদেশ দল। পরের সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত দেন শ্রীলঙ্কার রেফারি ডিলান পেরেরা।