News71.com
 Sports
 18 Nov 21, 12:29 PM
 323           
 0
 18 Nov 21, 12:29 PM

ক্রিকেট॥ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ফের পরিবর্তন আনলো আইসিসি

ক্রিকেট॥ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ফের পরিবর্তন আনলো আইসিসি

স্পোর্টস ডেস্কঃ সুপার লিগ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের নিয়মে পরিবর্তন আনলো আইসিসি। তার স্থলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য র‍্যাংকিং পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাংকিং থেকে সরাসরি ১০ দল খেলবে আফ্রিকার তিন দেশে হতে যাওয়া বিশ্বকাপে। বাকি চার দল খেলবে প্রথাগত বাছাই পর্ব পেরিয়ে।

এর আগে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য তিন বছর মেয়াদী সুপার লিগের ব্যবস্থা করে আইসিসি। সেই সুপার লিগে ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে ২০১৫-১৭ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস অংশ নিয়েছে। কিন্তু এই পদ্ধতি এই মেয়াদের পর শেষ হয়ে যাচ্ছে। ২০২৩ বিশ্বকাপে অবশ্য সুপার লিগ পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দল খেলবে ৮টি করে সিরিজ। প্রতিটি দল নিজেদের মাটিতে চারটি এবং প্রতিপক্ষের মাটিতে চারটি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এরপর শীর্ষ সাত দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত। সবমিলিয়ে ওই বিশ্বকাপে মোট ১০ দল খেলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন