News71.com
 Sports
 21 Nov 21, 11:24 AM
 314           
 0
 21 Nov 21, 11:24 AM

ফুটবল॥ মেসি জাদুতে পিএসজির জয়

ফুটবল॥ মেসি জাদুতে পিএসজির জয়

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি। অবশেষে খরা কাটলো তার। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম লিগ গোলে জয় পেল ফরাসি জায়ান্টরাও। ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা।ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে। ১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা। ম্যাচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ। ৮৭তম মিনিটে মেসি গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন