News71.com
 Sports
 01 Jul 16, 06:52 PM
 716           
 0
 01 Jul 16, 06:52 PM

উম্বলডন টেনিসে তৃতীয় রাউন্ডে অ্যান্ডি মারে।।

উম্বলডন টেনিসে তৃতীয় রাউন্ডে অ্যান্ডি মারে।।

স্পোর্টস ডেস্কঃ দাপুটে জয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। এর আগে সুইস তারকা রজার ফেদেরার ও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) চাইনিজ তাইপের লু ইয়েন হাসুনকে কোর্টে দাঁড়াতেই দেননি মারে। একপেশে ম্যাচটিতে ৬-৩, ৬-২, ৬-১ গেমের উড়ন্ত জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন বিশ্বের দ্বিতীয় সেরা। চতুর্থ রাউন্ডের মিশনে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান জন মিলম্যান। এর পূর্বে প্রথম রাউন্ডেও স্বদেশি তরুণ লিয়াম ব্রোডিকে সরাসরি সেটে (৬-২, ৬-৩, ৬-৪) হারিয়েছিলেন মারে।

বছরের প্রথম দুইটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই শিরোপা হাতছাড়া করেন মারে। দুইবারই তাকে দুঃস্বপ্ন উপহার দেন ওয়ার্ল্ড নাম্বার নোভোক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনে প্রথমবারের মতো ফাইনালে উঠেও খালি হাতে ফেরেন ২৯ বছর বয়সী এ টেনিস তারকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন