News71.com
 Sports
 24 Nov 21, 11:19 AM
 15           
 0
 24 Nov 21, 11:19 AM

ফুটবল॥প্রথমবার পিএসজির স্কোয়াডে রামোস

ফুটবল॥প্রথমবার পিএসজির স্কোয়াডে রামোস

স্পোর্টস ডেস্কঃ গত গ্রীষ্মে ফ্রি ট্র্যান্সফারে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে পাড়ি জমান সার্জিও রামোস। কিন্তু এরপর থেকে টানা ইনজুরিতে ফরাসি জায়ান্টদের হয়ে অভিষেক ম্যাচই খেলা হয়নি তার। অবশেষে এই স্প্যানিশ ডিফেন্ডারের অপেক্ষার পালা শেষ হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আগামীকাল বুধবার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচের স্কোয়াডে রামোসকে রেখেছেন প্যারিসিয়ানদের কোচ মাউরিসিও পচেত্তিনো।

রামোস সর্বশেষ মাঠে নেমেছিলেন গত ৫ মে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। চেলসির কাছে ওই ম্যাচে হেরে যায় তার তখনকার দল রিয়াল মাদ্রিদ। মাঝে পিএসজিতে যাওয়া নিয়ে খবরের শিরোনাম হলেও এরপর থেকে আর মাঠে নামা হয়নি তার। তবে স্কোয়াডে থাকলেও ইতিহাদ স্টেডিয়ামে রামোসের নামা এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে কোচ পচেত্তিনো বলেন, 'আমি জানি না। এখন প্রয়োজন তাকে উন্নতি করতে দেখা। অনুশীলন করতে দেখা এক কথা এবং প্রতিযোগিতা করতে পারার আরেক কথা।' পায়ের পেশির চোটে রিয়ালে থাকা অবস্থায়ই ভুগছিলেন রামোস। পড়ে জুলাইয়ে প্যারিসে এলেও চোট তার পিছু ছাড়েনি। এমনকি তার সঙ্গে পিএসজির চুক্তি বাতিলের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। অবশ্য পিএসজি সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন