News71.com
 Sports
 05 Dec 21, 08:05 PM
 289           
 0
 05 Dec 21, 08:05 PM

বৃষ্টির বাধায় ৬.২ ওভারেই দ্বিতীয় দিন শেষ॥  

বৃষ্টির বাধায় ৬.২ ওভারেই দ্বিতীয় দিন শেষ॥   

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও বৃষ্টি ও বাজে আবহাওয়ার বাধা অব্যাহত থাকল। ফলে মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে রোববার (০৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলায় বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা নিয়েই জেগেছিল শঙ্কা। অবশেষে বৃষ্টির লুকোচুরি শেষের পর বেলা ১২:৫০ মিনিটে খেলা মাঠে গড়ায়। কিন্তু আধঘণ্টা পার না হতেই আবার শুরু হয় বৃষ্টি। ফের বন্ধ হয়ে যায় খেলা। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। প্রথম দিনে অপরাজিত থাকা দুই ব্যাটার বাবর আজম ও আজহার আলী এদিন করেন শতরানের জুটি। ২০৪ বলে এ পার্টনারশিপ গড়েন তারা। এরপর ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশক তুলে নেন আজহার আলী। ১২৬ বলে তিনি দেখা পান ফিফটির। রান বাড়াতে থাকা এ দুই ব্যাটারদের যখন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ এরপরই আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বেলা ১টা ২০ মিনিটে ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তান সংগ্রহ পায় ১৮৮ রান। দ্বিতীয় দিনে মোট ৬.২ ওভার খেলা হয়েছে, রান এসেছে ২৭। ব্যাট হাতে অপরাজিত থাকা বাবর আজম খেলছেন ৭১ রানে, আজহার আলি ৫২ রানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন