News71.com
 Sports
 06 Dec 21, 11:31 AM
 305           
 0
 06 Dec 21, 11:31 AM

ক্রিকেট॥ সাকিবকে ছুটি দেওয়ার বিষয়ে যা জানালেন বিসিবি পরিচালক

ক্রিকেট॥ সাকিবকে ছুটি দেওয়ার বিষয়ে যা জানালেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্কঃ পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার অধিকার যে কোনো ক্রিকেটারের আছে। তাই নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে ছুটি না দেওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। এই সিরিজে সাকিবকে মিস করলেও এতো বছরে তার বিকল্প ক্রিকেটার তৈরি না করতে পারার দায়টা নিজেদের কাঁধেই নিলেন তিনি। উড়িয়ে দিলেন ক্রিকেটার ও ম্যানেজমেন্টের দ্বন্দ্বের বিষয়টিও।এটাই বোধহয় ভালো থাকার সবচেয়ে বড় উপায়, মন যা চায়, তাই করো হায়। যেন শৈশবে ফিরে গেলেন সাকিব আল হাসান। মিরপুরে বৃষ্টিস্নাত বিষন্ন বিকেল তাই দিলো ভিন্ন রোমাঞ্চ।

সাকিব বলেই হয়তো এতো আলোচনা। বাংলার ক্রিকেটের সবচাইতে বড় চরিত্র তিনি, শুধু মাঠের পারফর্মেন্সই নয় মাঠের বাইরেও। নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব, পারিবারিক কারণে চেয়েছেন ছুটি। টাইগারদের পাকিস্তান টেস্ট ছাপিয়ে এটাই এখন টক অব দ্যা টাউন। অতি আবেগী কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন তার পেশাদারিত্ব নিয়েও। কিন্তু বাস্তবতা কী বলে? এই ইস্যুতে আদৌ - কি তর্কে যাওয়ার সুযোগ আছে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন