News71.com
 Sports
 13 Dec 21, 07:04 PM
 267           
 0
 13 Dec 21, 07:04 PM

জোড়া গোলে পিএসজিকে জয়ে ফেরালেন এমবাপ্পে॥

জোড়া গোলে পিএসজিকে জয়ে ফেরালেন এমবাপ্পে॥

স্পোর্টস ডেস্ক ঃ কিলিয়ান এমবাপ্পোর জোড়া গোলে মোনাকোর বিপক্ষে জয় ২-০ ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। লিগ ওয়ানে টানা দুই ম্যাচ ড্র করার পর জয় তুলে নিল ফরাসি জায়ান্টরা। নেইমারের অনুপস্থিতিতে এমবাপ্পে-মেসি-ডি মারিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে মাঠে নামে পিএসজি। ম্যাচের একাদশ মিনিটে বক্সের ভেতর ডি মারিয়াকে ফাউল করায় পিএসজি পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে।

পিএসজি দ্বিতীয় গোলটি পায় বিরতির ঠিক আগ মুহূর্তে। প্রতিপক্ষের পাস ধরে দুরন্ত গতিতে বল নিয়ে ছোটেন মেসি। ডি বক্সের কাছে গিয়ে সেই বল পাস দেন এমবাপ্পের কাছে। আবারো গোল করেন এমবাপ্পে। বিরতির পর বেশ কিছু আক্রমণ করলেও আর কোনো গোল পায়নি পিএসজি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরো মজবুত করল পিএসজি। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দ্বিতীয় স্থানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন