News71.com
 Sports
 13 Dec 21, 07:04 PM
 268           
 0
 13 Dec 21, 07:04 PM

ফুটবল॥ দুবার লিড নিয়েও জয় পেল না বার্সা

ফুটবল॥ দুবার লিড নিয়েও জয় পেল না বার্সা

স্পোর্টস ডেস্কঃওসাসুনার বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল বার্সেলোনা। লা লিগায় রোববার প্রতিপক্ষের লিড ধরে রাখতে ব্যর্থ হয় কাতালানরা। ফলে ম্যাচটি ২-২ গোলে ড্র হয় ম্যাচ। সব প্রতিযোগিতা মিলে এনিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল বার্সা। ১৯ বছর বয়সী দুই তরুণ নিকোলাস গনসালেস ও আবদে ইজ্জালজৌলি বার্সার পক্ষে গোল করেন। তবে ডেভিড গার্সিয়া ও এজেকিয়েল আভিলার স্বাগতিকদের পক্ষে গোল আদায় করে পয়েন্ট নিশ্চিত করেন। যোগ্য দল হিসেবেই পয়েন্ট পেয়েছে দলটি।


লা লিগায় আগের রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে হেরেছিল বার্সা। এরপর চ্যাম্পিয়নস লিগে হারে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। যে হারের ফলে ২০০০-০১ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এই ড্রর ফলে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে বার্সেলোনার অবস্থান অষ্টম। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৮ পয়েন্ট কম জাভির দলের। বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ওসাসুনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন