News71.com
 Sports
 14 Dec 21, 06:39 PM
 290           
 0
 14 Dec 21, 06:39 PM

অসুস্থতার কারনে ফুটবলকে বিদায় জানাচ্ছেন আগুয়েরো॥  

অসুস্থতার কারনে ফুটবলকে বিদায় জানাচ্ছেন আগুয়েরো॥   

স্পোর্টস ডেস্কঃ হৃদরোগ সমস্যার কারণে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। আগামীকাল (১৫ ডিসেম্বর) এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানাবেন তিনি।অথচ চলতি মৌসুমেই অনেক আলোচনার জন্ম দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। যদিও ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন