News71.com
 Sports
 15 Dec 21, 11:35 AM
 278           
 0
 15 Dec 21, 11:35 AM

ক্রিকেট॥ টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

ক্রিকেট॥ টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃটি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনায় ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল পাকিস্তান। টানা জয়ের পর অবশেষে সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে এরপর বাংলাদেশ সফরে এসে ফের জয়ের ধারায় ফিরেছে তারা। এমন টানা জয়ে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে বাবর-রিজওয়ানরা।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) ৬৩ রানের বড় জয় লাভ করে পাকিস্তান। এই বছর নিজেদের ১৮তম জয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। ২০১৮ সালে ১৭ জয়ের রেকর্ড এতদিন ছিল বাবর আজমদের দখলে। এই বছর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও অবশ্য পাকিস্তানের দখলে। ২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়া বাংলাদেশকে গতকাল স্পর্শ করে পাকিস্তান। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেই রেকর্ডটি নিজেদের করে নিবেন পাকবাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন