News71.com
 Sports
 17 Dec 21, 05:57 PM
 285           
 0
 17 Dec 21, 05:57 PM

ক্রিকেট॥ উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানের রেকর্ড

ক্রিকেট॥ উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানের রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সফরে গিয়ে করোনা ভাইরাসের থাবায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার। দলের এমন পরিস্থিতিতেও মনোবল হারায়নি ক্যারিবিয়রা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২০৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। তবে রান তাড়ায় নেমে সহজেই তা টপকে ফেলে পাকিস্তান। ৭ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) করাচিতে ইতিহাস গড়ে জয় পায় পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত বেশি রান আগে কখনও তাড়া করে জিততে পারেননি বাবর আজমরা। সর্বশেষ চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ২০৪ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল এর আগের রেকর্ড। ইতিহাস গড়ার পাশাপাশি শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়দের হোয়াইটওয়াশও করলো স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিং ও ব্রুকস পাওয়ার প্লেতে দলকে এনে দেন ৬৬ রানের সূচনা। এরপর অবশ্য এই ব্যাটারকে বোল্ড করে ব্রেকথ্রু আনেন মোহাম্মদ ওয়াসিম। ২১ বলে ৪৩ রান করে বিদায় নেন কিং। আরেক ওপেনার ব্রুকসকে ৪৯ রানেই ফেরান শাহনওয়াজ দাহানি। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ব্যাট করতে নেমে রান বাড়াতে থাকেন নিকোলাস পুরান। ৩১ বলে তুলে নেন অর্ধশতক। ফের পুরানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন ওয়াসিম। ৬ ছয় ও ২ চারে ৬৪ রান করে বিদায় নেন পুরান। ব্রাভো অপরাজিত থাকেন ৩৪ রানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন