News71.com
 Sports
 17 Dec 21, 07:28 PM
 293           
 0
 17 Dec 21, 07:28 PM

নিউজিল্যান্ডে ফের কোয়ারেন্টিনে টাইগাররা॥  

নিউজিল্যান্ডে ফের কোয়ারেন্টিনে টাইগাররা॥   

স্পোর্টস ডেস্কঃ সফররত বাংলাদেশ দলকে অনুশীলনের অনুমতি দেওয়ার একদিন পরেই তা প্রত্যাহার করে নিল নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ফের কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। শুক্রবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টাইগারদের টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল। নাফিস ইকবাল জানান, বাংলাদেশ দলের কয়েকজন সদস্যের কোয়ারান্টিনের মধ্যে থেকে জিম করার পাশাপাশি মাঠে অনুশীলনের অনুমতি ছিল। কিন্তু এবার সেটাও বাতিল করা হলো। যদিও বিরূপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার অনুশীলন করতেই পারেননি ওই ক্রিকেটাররা।

নাফিস ইকবাল আরও জানিয়েছেন, অনুশীলন বন্ধ করার সিদ্ধান্ত সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে। তিনি বলেন, 'এখন পর্যন্ত আমরা তিনটি কোভিড পরীক্ষা করিয়েছি। এরপর আরও একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। শেষ পরীক্ষায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম।' জাতীয় দলের সাবেক এই বাঁহাতি ওপেনার আরও বলেন, 'নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরের কিছুদিন আগে সমঝোতার মাধ্যমে তা সাত দিনে নামিয়ে আনা হয়। যদিও এর সঙ্গে হোটেলে ৩ দিন (কোয়ারেন্টিন) মিলিয়ে ১০ দিন ছিল। হোটেলে থাকার ৩ দিন অনুশীলন করা যাবে। তবে হোটেলে ফিরে আবার আইসোলেশনে থাকতে হবে। এখন হয়তো এমকিউইর অধীনে ১০ দিন থাকতে হতে পারে। ফলে কালকের যে অনুশীলনের অনুমতি ছিল, তা বাতিল হয়ে গেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন