News71.com
 Sports
 02 Jul 16, 02:02 PM
 668           
 0
 02 Jul 16, 02:02 PM

আইসিসি- র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে পারেন সৌরভ?

আইসিসি- র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে পারেন সৌরভ?

স্পোর্টস ডেস্ক : ৫৭ জন প্রার্থীর মধ্যে এবার অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এবার নতুন একটি পদে নিয়োগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। কুম্বলে কোহলিদের কোচ হওয়ায় আইসিসি-র প্যানেলে ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদ খালি হয়েছে। এই পদের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। যদিও সরকারিভাবে আইসিসি-র পক্ষ থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি।

তবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এডিনবরাতে আইসিসি-র বার্ষিক সম্মেলনে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ধর্মশালাতে বিসিসিআইয়ের বৈঠকে কুম্বলের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে আইসিসি-র ওই পদে সৌরভই সবচেয়ে উপযুক্ত বলে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এর আগেও সৌরভ এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন বলে খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন