News71.com
 Sports
 02 Jul 16, 02:05 PM
 666           
 0
 02 Jul 16, 02:05 PM

ফিরে এসো মেসি, সুর বদলালেন পেলে.....

ফিরে এসো মেসি, সুর বদলালেন পেলে.....

স্পোর্টস ডেস্ক : ২৭ জুন কোপার ফাইনালে চিলির কাছে হারার পর আশাহত মেসি আন্তর্জাতি ফুটবলকে বিদায় জানিয়েছেন। তার পর কেটে গিয়েছে ৪ দিন। এ সব তো সকলেই জানেন। দেশের প্রেসিডেন্ট থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা বার বার লিও মেসির রোজারিও-র বাড়িতে দরবার করেছেন। ফের দেশের জার্সি গায়ে ফুটবল মাঠে ফিরে আসার আবেদন করেছেন তাঁরা। এ বার সেই একই আবেদন করলেন প্রতিবেশী দেশের ফুটবল লেজেন্ড পেলে।

কী বলছেন তিনি?

তিন বার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় বলেন, 'ফুটবলে এমন হয়েই থাকে। যাঁরা পেনাল্টি মারেন, কোনও না কোনও সময় তাঁরা সেটা মিসও করেন। এটাই খেলার অঙ্গ। মেসির হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু ওঁকে একটু অপেক্ষা করতে হবে। এ সব ভুলতে গেলে একটু সময় দরকার। বিশ্বের বহু ভালো ফুটবলার এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে মেসি গত এক দশকের শ্রেষ্ঠ ফুটবলার।'

সময় সময় পেলে নানা বিষয়ে মেসির সমালোচনা করেছেন। কখনও আবার তাঁকেই বিশ্বে শ্রেষ্ঠ খেলোয়াড় বলেছেন। গত বছর ISL চলাকালীন যখন ভারতে এসেছিলেন সে সময়েও মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিয়েছিলেন পেলে। তিনি আরও বলেন, 'মেসির উচিত এ সব ভুলে গিয়ে ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা। আমি অনুরোধ করছি যাতে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফের ভাবনা-চিন্তা করেন মেসি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন