
স্পোর্টস ডেস্ক ঃগোলরক্ষক আলিসনের গুরুতর ভুলে জয় হাতছাড়া হলো লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। রোববার রাতে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে লিভারপুল। ম্যাচের ১৩তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় টটেনহ্যাম। সতীর্থের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে নিচু শটে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। খেলার ৩৫তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে রবার্টসনের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান দিয়োগো জটা।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন রবার্টসন। তবে ৭৪তম মিনিটে ভুলটা করেন আলিসন। সনের উদ্দেশে বেন ডেভিসের বাড়ানো পাস পোস্ট ছেড়ে বেরিয়ে ক্লিয়ার করার চেষ্টায় বলে পা-ই ছোঁয়াতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। ফাঁকা জালে বল পাঠিয়ে সমতা টানেন সন। ৭৭তম মিনিটে বড় ধাক্কা খায় লিভারপুল। টটেনহ্যামের ডিফেন্ডার এমেরসনকে ফাউল করে বসেন রবার্টসন। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত অবশ্য আর কোনো বিপদ হয়নি তাদের।