News71.com
 Sports
 22 Dec 21, 06:29 PM
 301           
 0
 22 Dec 21, 06:29 PM

বিপিএল॥ চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা

বিপিএল॥ চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শিরোপাজয়ী দল পাবে ১ কোটি টাকা। রানার-আপ দল পাবে ৫০ লাখ টাকা। বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'প্রাইজমানি নিয়ে আজকে আমাদের সভায় কথা হয়েছে। এবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু হবে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি আরও জানান, নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। তিনি বলেন, 'নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দেশে ফিরবে জাতীয় দল। খেলোয়াড়দের ৪-৫ দিন বিশ্রাম দেওয়ার পর ২০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করে ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার ইচ্ছা আছে।' করোনা পরিস্থিতি ও ঠাসা সূচির কারণে এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন